নৌকায় ভোট দেয়ার মাধ্যমে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসের জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
- / ১৬৭৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৭ জানুয়ারি নৌকায় ভোট দেয়ার মাধ্যমে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসের জবাব দিতে হবে। তিনি বলেন, কোন ধরনের সংঘাত নয়, এবার নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে। বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচারের অংশ হিসেবে ৬ নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি দেয়া বক্তব্য এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জনগণের ভোট চুরি করে খালেদা জিয়া ক্ষমতায় থাকতে চেয়েছিলো উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ভোট চুরি করলে জনগণ মেনে তা নেয় না।
দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে রংপুর বিভাগের গাইবান্ধা, রাজশাহী বিভাগের রাজশাহী জেলা ও মহানগর, ঢাকা বিভাগের টাঙ্গাইল এবং চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা উত্তর-দক্ষিণ জেলা ও মহানগর এবং চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার নির্বাচনি জনসভার আয়োজন করা হয়। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি ক্ষমতায় এসেই লুটপাট ও দুর্নীতি শুরু করে মন্তব্য করে তিনি বলেন, জনগণের ভোট চুরি করে ক্ষমতায় থাকা যায় না।
আওয়ামী লীগ সভাপতি বলেন, এবারের নির্বাচন দেশের জন্য অত্যন্ত জরুরী। আর ৭ জানুয়ারীর নির্বাচন হবে মাইলফলক। আন্দোলনের নামে বিএনপির নাশকতার সমালোচনা করে, নৌকায় ভোটের মাধ্যমে এর জবাব দেয়ার আহবান জানান আওয়ামী লীগ সভাপতি। পরে স্থানীয়দের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের পাশাপাশি বিভিন্ন সুবিধাভোগী এবং নতুন ভোটারদের সাথে কথা বলেন শেখ হাসিনা।