কূটনীতিকদের সঙ্গে আজ নির্বাচন কমিশনের বৈঠক

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
- / ১৮৩৮ বার পড়া হয়েছে
কূটনীতিকদের সঙ্গে আজ নির্বাচন কমিশনের বৈঠক। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করতে করতেই এই আয়োজন। প্রতিনিধিদের ব্রিফিং করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
বিকেল ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের পদ্মা হলরুমে এ সময় উপস্থিত থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও নির্বাচন কমিশনাররা। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাস, মিশন প্রধান এবং ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে ইসি।
ইসি সচিবালয়ের পরিচালক জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন কী কী পদক্ষেপ নিয়েছে বৈঠকে সে বিষয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বাংলাদেশে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিকে অবহিত করা হবে।