শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা
- আপডেট সময় : ১১:০৩:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
- / ১৮২৬ বার পড়া হয়েছে
আগামীকাল নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান ওইদিন সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। তাদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। আর আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আজ শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। স্বতন্ত্ররাও মোর্চা করে প্রয়োজনে বিরোধীদল গঠন করতে পারে বলে জানান তিনি। তামান্না তাহসীনের প্রতিবেদন।
নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
আপস
তিনি জানান, নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে কারা আসছেন না এখন বলা যাচ্ছে না। শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন ১৩-১৪শো অতিথি।
সট: মাহবুব হোসেন, মন্ত্রিপরিষদ সচিব
এর আগে সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানান , নবনির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নেবার পর সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আওয়ামী লীগ সংসদীয় দলের নেতা নির্বাচন করবে।
সট: আনিসুল হক, আইনমন্ত্রী
বাংলাদেশের জনগণ দেশের সরকার ও ভবিষ্যত নির্ধারণ করবে, অন্য কেউ নয় বলেও জানান আনিসুল হক।
আপস
তামান্না তাহসীন খান, এসএ টিভি, ঢাকা।