একতরফা নির্বাচনের প্রতিবাদে দ্বিতীয় দিনে বিএনপির জনসংযোগ
- আপডেট সময় : ০৫:২৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
- / ১৬৪১ বার পড়া হয়েছে
একতরফা নির্বাচনের প্রতিবাদে বিএনপি ঘোষিত দুই দিনের কর্মসূচি শেষ হচ্ছে আজ। গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার আদায়ে সারাদেশে গণসংযোগ করে সরকারের পদত্যাগ দাবিতে মহানগর, জেলা ও উপজেলায় চলছে কর্মসূচি।
নির্বাচন বর্জন করায় ভোটারদের শুভেচ্ছা জানিয়েছে বিএনপি। আহ্বায়ক কমিটির সদস্য আফরোজা খানম নাসরীনের নেতৃত্বে নগরীর নথুল্লাবাদ বাজারে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
ভোট দানে বিরত থাকায় জনগণকে ধন্যবাদ জানিয়ে জামালপুরে লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন।
হবিগঞ্জে লিফলেট বিতরণ করে জেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সেলিমের নেতৃত্বে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুলসহ বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
৭ জানুয়ারীর নির্বাচন বর্জন করায় ভোটারদের ধন্যবাদ জানিয়ে যশোর সদরের চাঁচড়া ইউনিয়নের ভাতুরিয়া ওয়ার্ডে লিফলেট বিতরণ ও গণসংযোগ করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। অবিলম্বে এই নির্বাচন বাতিলের দাবিও জানান তারা।
৭ জানুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করায় দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে বরগুনায় লিফলেট বিতরণ করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
নির্বাচন বর্জন করায় ভোটারদের ধন্যবাদ জানিয়ে বগুড়ার গাবতলিতে লিফলেট বিতরণ করে স্থানীয় বিএনপি।