সংসদের সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করলেন স্বতন্ত্র সংসদ সদস্যরা
- আপডেট সময় : ০৮:৫১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদের বিরোধীদল হিসেবে মোর্চা গঠন করে বিরোধীদল হিসেবে ভুমিকা পালনের আলোচনা চলছে বলে জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্যরা। তবে বেশিরভাগ সদস্য আওয়ামী লীগের হওয়ায়, তারা প্রধানমন্ত্রীর নির্দেশনাকেই গুরুত্ব দিচ্ছেন। দুপুরে শপথ গ্রহণের পর এসব কথা বলেন স্বতন্ত্র সংসদ সদস্যরা।
সংসদের সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করলেন স্বতন্ত্র সংসদ সদস্যরা। বেলা ১১টা ১২ মিনিটে জাতীয় সংসদের শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। শপথ গ্রহণসহ যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে একে একে বেরিয়ে আসেন স্বতন্ত্র সংসদ সদস্যরা। তারা বলেন, সব শক্তি জনগণের। তাই সংসদে জনগণের স্বার্থ নিয়েই কথা বলবে তারা। দলের থেকে নির্বাচন করে বিজয়ী স্বতন্ত্র সংসদরা বলেন, প্রধানমন্ত্রী চাইলে, সংসদে বিরোধী দল হিসেবে থাকবেন তারা।
কণ্যাণ পার্টির চেয়ারম্যান ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য মেজর জে. অব. সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম বলেন, দেশের জনগণের স্বার্থ নিয়েই সংসদে কথা বলবেন তিনি। আর বরিশাল-২ আসনে ১৪-দলের প্রার্থী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, দেশি-বিদেশি চক্রান্ত উপেক্ষা করে নির্বাচন হয়েছে। রাজনীতি ও অর্থনীতি নিয়ে সামনের সব বাধা পেরিয়ে এগিয়ে যাওয়াই চ্যালেঞ্জ। সব সংকট সমাধান করে এগিয়ে যাবে বাংলাদেশ এমনটাই প্রত্যাশা নবনির্বাচিত সংসদ সদস্যদের।