আয়ানের মৃত্যুর অভিযুক্ত দুই চিকিৎসককে গ্রেফতারের আলটিমেটাম- স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন
- আপডেট সময় : ১১:৫৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
- / ১৯৭০ বার পড়া হয়েছে
শিশু আয়ানের মৃত্যুর জন্য অভিযুক্ত দুই চিকিৎসককে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছে স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন। আর আয়ানের স্বজনরা দুই চিকিৎসকের গ্রেফতার ও বিচার এবং ইউনাইটেড হাসপাতলের লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছে।
জাতীয় প্রেসক্লাবের সামনে ভুল চিকিৎসায় শিশু আয়ানের মৃত্যুর প্রতিবাদ ও বিচারের দাবিতে স্বাস্থ্য সুরক্ষা আন্দোলনের মানববন্ধনে এই দাবি জানানো হয়।আয়ানের চাচা মোহাম্মদ মানিক বলেন,আংশিক অচেতন করে খতনা করানোর কথা থাকলেও চিকিৎসকরা আয়ানকে পুরোপুরি অজ্ঞান করেছিল। স্যালাইনের মাধ্যমে রক্ত না দিয়ে শরীরে পুশ করা হয়েছে। এমনকি তার মৃত্যুর সংবাদ দিতেও নাটকীয়তা করে হাসপাতাল কর্তৃপক্ষ। জটিলতা এড়াতে নির্বাচনের রাতকে বেছে নেয় এবং ধামাচাপা দিতে হাসপাতালের বিল পরে দিতে অনুরোধ করে। অন্যদিকে অভিযুক্ত দুই চিকিৎসককে গ্রেফতারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে স্বাস্থ্য সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান। অন্যত্থায়, ইউনাইটেড হাসপাতাল ঘেরাও করার হুঁশিয়ারী দিয়েছেন তিনি।