নতুন সরকারের সব থেকে বড় চ্যালেঞ্জ ইশতেহার বাস্তবায়ন : ড. আ আ ম স আরেফিন সিদ্দিক
- আপডেট সময় : ০৫:৫০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
- / ১৮০৪ বার পড়া হয়েছে
নতুন সরকারের সব থেকে বড় চ্যালেঞ্জ ইশতেহার বাস্তবায়ন বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি মন্ত্রিসভায় নারী সদস্য বাড়ানোর তাগিদ দিয়েছেন। আর জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ- জানিপপের চেয়ারম্যান ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, নির্বাচন নিয়ে বিভিন্ন দেশের মতানৈক্য থাকলেও, এই মুহূর্তে আন্তর্জাতিক চাপের শঙ্কা নেই। নতুন-পুরনোর মিশ্রনে মন্ত্রিসভা গণমানুষের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবে। এসএ টিভির সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তারা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া ২৫ জন পূর্ণমন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীর শপথ নেন। এরই মধ্যে তাদের দপ্তর বন্টন হয়েছে। নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহল দ্বিধাবিভক্ত থাকলেও এখন কোনো চাপ দেখছেন না বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও নির্বাচন পর্যবেক্ষবণ সংস্থা জানিপপের চেয়ারম্যান অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন,
পুরনো-নতুনের মিশ্রনে গঠিত মন্ত্রিসভা গতিশীল হবে বলে মনে করেন তিনি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক মনে করেন, দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ, তরুণদের আত্মকর্মসংস্থান, দুর্নীতি দমনে নতুন মন্ত্রিসভাকে নজর দিতে হবে। নারীর ক্ষমতায়নের জন্য মন্ত্রিসভায় আরও নারী সদস্য বাড়ানোর পরামর্শ দেন তিনি।