একাত্তরের বীর শহীদ ও বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আপডেট সময় : ০৬:৩৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
- / ১৬৪১ বার পড়া হয়েছে
পঞ্চমবারের মত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি আর একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শেখ হাসিনা। সকালে নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রথমে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং পরে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। ধানমন্ডিতে শ্রদ্ধা নিবেদনের পর, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সরকারের সামনে এখন রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক এই তিনটি চ্যালেঞ্জ রয়েছে। তবে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নই সরকারের মূল লক্ষ্য।
রেকর্ড পঞ্চমবার এবং পরপর চতুর্থবারের মতো সরকার গঠনে শপথ নেয়ার পরদিন মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নতুন মন্ত্রিসভার সদস্যরা। সকাল ১১টায় জাতীয় স্মৃতিসৌধে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। পরে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।
বাংলাদেশের স্বাধীনতার জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় অভিবাদন জানায় তিন বাহিনীর একটি চৌকস দল। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। পরে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন শেখ হাসিনা। এর আগে সকাল ৯টা ৫৯ মিনিটে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা। পরে মন্ত্রিসভার সহকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এসময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতির প্রতি সম্মান প্রদর্শন করেন তারা।
পরে গণমাধ্যমে সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগের পথ চলায় কখনোই পুষ্প বিছানো ছিল না। শেখ হাসিনার নেতৃত্বে মুক্তির কঠিন লড়াই অতিক্রম করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করার প্রত্যয় জানান ওবায়দুল কাদের। শনিবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।