জনপ্রিয় হয়ে উঠেছে কেঁচো সারের ব্যবহার
- আপডেট সময় : ০৬:০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
- / ১৭৫৬ বার পড়া হয়েছে
সবজি ও ফলমূল উৎপাদনে ভালো ফলন পেতে লালমনিরহাটে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সারের ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে। জেলার আদিতমারী উপজেলার মরিচবাড়ি গ্রামে ছোট্ট এক ভার্মি কম্পোস্ট কারখানা ঘিরে ওই গ্রামে ছোট-বড় ৭৮টি সবজি বাগান গড়ে উঠেছে। এতে স্বাবলম্বী হয়েছে শতাধিক পরিবার।
জেলার আদিতমারি উপজেলার মরিচবাড়ি গ্রামের কৃষি উদ্যোক্তা এরশাদ আলী স্থানীয় কৃষি বিভাগের সহযোগিতায় বাড়ির উঠানেই গড়ে তুলেছেন ভার্মি কম্পোষ্ট বা কেঁচো সার কারখানা। ছোট্ট একটি সেডে উৎপাদন শুরু হলেও এখন একাধিক সেডে কাজ চলছে। স্থানীয় কৃষকদের পাশাপাশি রংপুর বিভাগের কয়েকটি জেলায় যাচ্ছে এ সার।
এদিকে, এরশাদের উৎপাদিত ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করে মরিচবাড়ি গ্রামেই গড়ে উঠেছে ৭৮ টি ছোট বড় সবজি বাগান। এসব বাগানে বিভিন্ন শাক-সবজি ও ফলমূল উৎপাদন করা হচ্ছে কোন প্রকার রাসায়নিক সারের ব্যবহার ছাড়াই। কৃষি বিভাগের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের আওতায় রাসায়নিক সার মুক্ত সবজি ও ফলমূল উৎপাদনে কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদান করছেন কৃষি কর্মকর্তারা। বিষমুক্ত ফসল উৎপাদনে কৃষি বিভাগের এমন উদ্যোগ আরো বড় পরিসরে দেখতে চায় কৃষকরা।