স্মার্ট বাংলাদেশ গঠনে নতুন সরকারের পাশে থাকবে ভারত : শ্রী প্রণয় ভার্মা
- আপডেট সময় : ০৬:৩৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
স্মার্ট বাংলাদেশ গঠনে নতুন সরকারের পাশে থাকবে ভারত বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় ভার্মা। আর পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ঢাকা-দিল্লীর সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে। তিনি বলেন, রূপি-টাকার বিনিময় সহজ করলে, ডলারের ওপর চাপ কমবে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র মন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাতের পর এসব কথা বলেন তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
পরে সাংবাদিকদের ভারতীয় হাইকমিশনার বলেন, ভবিষ্যৎতে জলবায়ু পরিবর্তন, ডিজিটাল ইকোনমিসহ আরো নতুন নতুন সম্ভাবনার ক্ষেত্র নিয়ে আশাবাদী তারা।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারত পণ্য রপ্তানির বিষয় আলোচনা হয়েছে। প্রয়োজনীয় অবকাঠামো ও নীতি কাঠামো তৈরির কাজ চলছে।
গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় ভারত সামনের দিনগুলোতেও বাংলাদেশের পাশে থাকবে বলে জানান ড. হাছান মাহমুদ।