আয়ানের মৃত্যুর ক্ষতিপূরণ ও হাসপাতালের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না : হাইকোর্ট
- আপডেট সময় : ০৬:৪৯:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
- / ১৭২০ বার পড়া হয়েছে
অতিরিক্ত অ্যানেসথেশিয়ায় শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ ও ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ আদালত। রাজধানীর সাতারকুলে ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে সুন্নতে খতনা করাতে এসে মৃত্যু হয় শিশু আয়নের।
গত ৩১ ডিসেম্বর সকালে বাড্ডার সাঁতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনার জন্য শিশু আয়ানকে অজ্ঞান করা হয়। কিন্তু দু’ঘণ্টায় জ্ঞান না ফিরলে, তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালের লাইফসাপোর্টে রাখা হয়। সাতদিন লাইফ সাপোর্টে থাকার পর, সোমবার মৃত ঘোষণা করা হয় পাঁচ বছর নয় মাস বয়সী শিশু আয়ানকে।
এই ঘটনা গণমাধ্যমে প্রচারিত হলে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থাও নেয় স্বাস্থ্য অধিদপ্তর।
গত সপ্তাহে আয়ানের মৃত্যুর ঘটনা তদন্ত চেয়ে ও ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট করেন আয়ানের বাবা শামীম আহমেদ।
সোমবার রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। আদালত ইউনাইটেড হাসপাতালের গুলশান শাখায় গত ১৫ বছরে অবহেলায় কতজনের মৃত্যু হয়েছে তাও তদন্তেরও নির্দেশ দিয়েছে। রুলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও আয়ানের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে তাও জানতে চাওয়া হয়েছে।
আদালতে কান্নাজড়িত কণ্ঠে শামীম আহমেদ জানান, তার সন্তানকে খুন করা হয়েছে । জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি করেন তার পরিবার।
এছাড়া এক মাসের মধ্যে সারাদেশে অনুমোদিত ও অনুমোদনহীন হাসপাতালের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট ।