শীতের তীব্রতায় বিপর্যস্ত সারা দেশের জনজীবন
- আপডেট সময় : ১১:১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
- / ১৭৬৪ বার পড়া হয়েছে
দেশের উত্তরাঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা। রোজগার বন্ধ হয়ে বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বাড়ছে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা।
কনকনে ঠান্ডায় দুর্ভোগে পঞ্চগড়ের জনজীবন। ১০ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শীতের এমন বিরূপ আচরণে দুর্বিষহ অবস্থা সাধারণ মানুষের।
সাতক্ষীরায় গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা। হিমেল হাওয়ায় সাথে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। বেড়েছে শিশু-বৃদ্ধদের দুর্ভোগ। সাতক্ষীরা আবহাওয়া অফিসার ইনচার্জ জুলফিকার আলী রিপন জানান, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র শীতে ব্যাহত নড়াইলের স্বাভাবিক জীবনযাত্রা। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছে না মানুষ। কাজে বের হয়ে বিপাকে দিনমজুর। উষ্ণতা পেতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই।
যশোরেও জেঁকে বসেছে শীত। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। প্রচন্ড ঠান্ডায় মৃত্যু হয়েছে ৩ শিশুর। হাসপাতালে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। বাড়তি সেবা দিতে গিয়ে হিমশিম অবস্থা চিকিৎসকদের।
কুষ্টিয়ায় বাড়ছে শীতের তীব্রতা। উষ্ণতা পেতে খড়কুটো জ্বালিয়ে তাপ পোহাচ্ছেন ছিন্নমুল মানুষ। কুয়াশা ও হিমেল বাতাসে ব্যাহত কৃষিকাজ। জেলায় ১০ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ১৮ ও ১৯ জানুয়ারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।
সূর্যের দেখা না মেলায় তাপমাত্রা কমেছে কুড়িগ্রামে। মেঘাচ্ছন্ন আকাশ। চরম দুর্ভোগে শ্রমজীবিরা। কুড়িগ্রাম আবহাওয়া অফিস জানায়, জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রী সেলসিয়াস।
দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, উত্তরের হিমেল হাওয়ায় জবুথবু অবস্থা ১৩ উপজেলায়।
মাঘের প্রথম দিনে চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে শৈত্য প্রবাহ। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত মানুষ। মেঘলা আকাশে দুই দিন ধরে দেখা নেই সূর্যের। কনকনে ঠান্ডা উপেক্ষা করেই কর্মস্থলে ছুটছে খেটে খাওয়া মানুষ। বাড়ছে শীতজনিত রোগ। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.৯ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে তীব্র শীতে জনজীবন নাকাল হয়ে পড়েছে ঝিনাইদহে।এদিকে, তীব্র শীতে সমাজের হত দরিদ্র মানুষদের একটু উষ্ণতা দিতে ঝিনাইদহে কম্বল বিতরণ করা হয়েছে। সকালে ঝিনাইদহ ক্যাডেট কলেজ প্রাঙ্গনে সাড়ে ৪’শ শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।