পচন রোগে আলুর ফলন নিয়ে শঙ্কায় কৃষক
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
- / ১৮১৪ বার পড়া হয়েছে
বছর জুড়েই আলুর বাজার নিয়ে ছিল আলোচনার ঝড়। এবার অতিরিক্ত শীত আর ঘন কুয়াশায় পচন রোগে আলুর ফলন নিয়ে শঙ্কায় কৃষক। যদিও বিষয়টি নিয়ে খুব চিন্তিত নয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বেশি লাভের আশায় ৪ বিঘা জমিতে আলু চাষ করেছেন নওগাঁর কৃষক মিজানুর রহমান। কিন্তু অতিরিক্ত শীত আর কুয়াশার কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছে আলুর গাছ। এরই মধ্যে কয়েক দফায় স্প্রে করা হয়েছে ঔষধ। কিন্তু কিছুতেই যেনো ঠেকানো যাচ্ছে না রোগের বিস্তার।
কৃষকরা বলছেন, অনেকে ঋন নিয়ে আলুর আবাদ করেছেন। আর তাই এখন কেবল চিন্তা ভালো ফলন নিয়ে। অন্যদিকে কৃষি বিভাগের পক্ষ থেকে অসহযোগিতার কথা জানান চাষীরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এমন পরিস্থিতি মোকাবেলা মাঠে কাজ করছেন তারা।
চলতি মৌসুম নওগাঁয় প্রায় ২১ হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় দেড় হাজার হেক্টর বেশি।