রোজার আগে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে : অশোক কুমার দেবনাথ
রোজার আগে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে : অশোক কুমার দেবনাথ
- আপডেট সময় : ০৬:৫৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
- / ১৬৯১ বার পড়া হয়েছে
রোজার আগে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, ৪৮৫টি উপজেলা পরিষদেরই নির্বাচনের সময় হয়ে গেছে। তাই নির্বাচন করতে কমিশন প্রস্তুত। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। অশোক কুমার দেবনাথ জানান, সংরক্ষিত নারী আসনের নির্বাচন ফেব্রুয়ারিতে। তফসিল হতে পারে আগামী সপ্তাহে।
দ্বাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিলের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বিদ্যমান আইনে সরাসরি ভোটে নির্বাচিত আসন সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের নির্বাচনে ভোটার হন। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, আগামী সপ্তাহে তফসিল হলে সংরক্ষিত নারী আসনের নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে। ইসি’র অতিরিক্ত সচিব জানান, কমিশনের অনুমোদনক্রমে রোজার আগেই উপজেলায় প্রথম ধাপে ভোট হতে পারে। সব শেষ উপজেলা নির্বাচন হয়েছে ২০১৮ সাল। সেই অনুযায়ী সব উপজেলাই নির্বাচনের সময় হয়েছে।