ধানের দাম বৃদ্ধির অজুহাতে বেড়েছে চালের দাম
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
- / ২০৫৬ বার পড়া হয়েছে
ধানের দাম বৃদ্ধির অজুহাতে নওগাঁয় বেড়েছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম বেড়েছে কেজি প্রতি ৩ থেকে ৪ টাকা। নওগাঁ খুচরা বাজারে জিরা জাতের ধান আগে বিক্রি হয়েছে ৬২ টাকা কেজি বর্তমানে সেটি বিক্রি হচ্ছে ৬৫ টাকায়।
স্বর্ণা ৫ আগে ছিলো ৪৮ টাকা বর্তমানে ৫০ টাকা, কাটারি আগে ছিলো ৬৫ টাকা বর্তমানে ৭০ টাকা, ২৮ জাতের চাল আগে ছিলো ৫৪ টাকা বর্তমানে বিক্রি হচ্ছে ৫৭ টাকায় এবং ৯০ ধানের আতব চাল আগে ছিলো ৬০ টাকা বর্তমানে বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি। খুচরা ব্যবসায়ীরা বলছেন, মোকাম গুলোতে বেশি দামি কিনতে হচ্ছে চাল। ফলে বাধ্য হয়েই খুচরা বাজারে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। অন্যদিকে মিল মালিকরা বলছেন, বর্তমানে বাজারগুলোতে ধানের আমদানি খুবই কম। ফলে সব ধরনের ধানের দাম বৃদ্ধি পেয়েছে। ধানের দাম বৃদ্ধির ফলে চালের দাম কিছুটা বেড়েছে।