মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় : পিটার ডি হাস
- আপডেট সময় : ০৬:২৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
- / ১৭৪৫ বার পড়া হয়েছে
মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত পিটার ডি হাস। ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি জানিয়েছেন, শিগগিরই বাংলাদেশের সাথে নতুন অংশীদারিত্ব চুক্তি করবে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশ গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান ও সামরিক সহযোগিতা বাড়ানোর ব্যপারে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলাপ হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর একথা বলেন তারা।
৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে ভিন্নমত থাকলেও নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। পরে সাংবাদিকদের পিটার হাস বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে একমত মার্কিন যুক্তরাষ্ট্র । জলবায়ু পরিবর্তনের প্রভাব, রোহিঙ্গা সংকট মোকাবিলা ও বাণিজ্য সম্প্রসারণে কাজ করবে দুই দেশ।
এরপর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করবে ইইউ । আর নির্বাচন নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেয়া হবে। মার্কিন রাষ্ট্রদূত ও ইউরোপীয়ান রাষ্ট্রদূতের সঙ্গে আলাদা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, সন্ত্রাস ও মৌলবাদ দমনে ঢাকা-ওয়াশিংটন একত্রে কাজ করবে। শিগগিরই ইউরোপীয়ইউনিয়নের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি সই হবে বলেও জানান ড. হাছান মাহমুদ। বৈঠকে শুভেচ্ছা স্মারক হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে নৌকা উপহার দেন মার্কিন ও ইইউ রাষ্ট্রদূত ।