সংসদ নির্বাচন ও সরকার গঠন নিয়ে বিএনপি বিভ্রান্তিমুলক বক্তব্য দিচ্ছে : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৬:৩১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
- / ১৭১২ বার পড়া হয়েছে
সংসদ নির্বাচন ও সরকার গঠন নিয়ে বিএনপি বিভ্রান্তিমুলক বক্তব্য দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নিবর্বাচন নিয়ে সংবিধানের ভুল ব্যাখ্যা দিচ্ছে তারা। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর ও সহযোগী সংগঠনের যৌথ সভায় এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আওয়ামী লীগকে গণতন্ত্র শেখাতে হবে না জানিয়ে, জাদু দেখানো পিটার হাসও অভিনন্দন জানিয়েছেন বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ আয়োজিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে যৌথসভায় যোগ দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এবছর প্রতিদ্বন্দ্বিতামুলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যারা নির্বাচন বয়কট করছে নির্বাচন হতে দেবে না বলেছে তাদের আস্ফালন এখন গেলো কোথায়। নির্বাচন ও সরকার গঠন নিয়ে বিএনপির অভিযোগের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দাবি আদায়ে বিএনপিকে আরো ৫ বছর অপেক্ষার পরামর্শ দিয়ে ধৈর্য ধরার আহবান জানান ওবায়দুল কাদের।