ভারতে পালিয়ে যাওয়ার সময়ে রাসেল হত্যা মামলার প্রধান আসামী রাব্বিসহ গ্রেপ্তার ১২
- আপডেট সময় : ০৭:০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
- / ২১২৩ বার পড়া হয়েছে
ভারতে পালিয়ে যাওয়ার সময়ে সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে কেরানীগঞ্জের চাঞ্চল্যকর রাসেল হত্যা মামলার প্রধান আসামী রাব্বিসহ ১২ জনকে। চাঁদাবাজির ভাগভাটোয়া নিয়ে রাসেলকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন, ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, শুভ্যাডা ইউনিয়নে রাব্বির নেতৃত্বে নীরব চাঁদাবাজি চলতো। আর হত্যাকান্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি নিহতের স্বজনদের।
দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাটা এলাকায় ১০ জানুয়ারি রাতভর নির্যাতন চালিয় হত্যা করা হয় রাসেল নামের এক যুবককে। এলাকার চাঁদাবাজির ভাগভাটোয়ার জেরে বন্ধু আফতাব উদ্দিন রাব্বী তার গ্রুপের সদস্যের মাধ্যমে অফিসে ডেকে নিয়ে হত্যা করে।রাসেলের বাবা তোফাজ্জল হাওলাদার ১৩ জনসহ অজ্ঞাতনাম আরো ১০/১৫ জনকে আসামী করে হত্যা মামলা করে। ঘটনার ভিডিও চিত্র স্যোসাল মিডিয়া ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। নড়েচড়ে বলে আইন শৃঙ্খলা বাহিনীর। হত্যায় নেতৃত্ব দেয়া রাব্বিসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চালায়। ঘটনার আটদিন পর ঝিনাইদাহ মহেশপুর সীমান্তসহ দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় হত্যাকান্ডের মূলহোতা রাব্বিসহ ১২ জনকে।
ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আসামীদের দেখার পর ক্ষোভ জানান রাশেলের স্ত্রী ও পিতা। সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। পুলিশ সুপার জানান, এলাকার নীরব চাদাবাজির চক্রের নিয়ন্ত্রক রাব্বি গংরা। চাঁদার বিরোধে হত্যা হয় রাসেল। ঘটনার পরপরই রাব্বিকে স্বেচ্ছাসেবক লীগ থেকে বহিস্কার করা হয়। শুভাড্যা ইউনিয়নে রাব্বির কার্যালয় টর্সার সেল হিসেবে ব্যবহার হতো বলে স্থানীয়দের দাবির বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান মো. আসাদুজ্জামান।