ক্ষমতা আওয়ামী লীগের কাছে ভোগের বস্তু নয় মানুষের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৩৫:২২ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪
- / ১৬৭৩ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতা আওয়ামী লীগের কাছে ভোগের বস্তু নয়– মানুষের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার। তিনি বলেন, সকলের সহযোগিতা নিয়ে দেশের অগ্রগতি অব্যাহত রাখতে চায় সরকার। সকালে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। এসময় হস্তশিল্পকে ২০২৪ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেন শেখ হাসিনা।
নির্বাচনের কারণে সময় পিছিয়ে শুরু হয়েছে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে তিনি বলেন, উন্নয়নশীল দেশে পদাপর্ণের এই সময়ে পরিকল্পনা গ্রহণ ও চ্যালেঞ্জ মোকাবিলায় পুনরায় ক্ষমতায় আসা গুরুত্বপূর্ণ ছিল আওয়ামী লীগের।
নারীর ক্ষমতায়ন নিশ্চিতের পাশাপাশি নারীদের কর্মসংস্থান বৃদ্ধি ও তাদের স্বাবলম্বী করার প্রতি গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
রপ্তানি পণ্য বহুমুখীকরণের নির্দেশনা দিয়ে, দেশের কূটনীতিতেও এখন থেকে অর্থনীতি গুরুত্ব পাবে বলে আশা করেন সরকার প্রধান।
মাসব্যাপী চলমান বাণিজ্য মেলায় প্রতিবেশী ভারত ছাড়াও সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়াসহ অংশ নিচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান।