উপজেলা নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্যই আ’লীগ দলীয় প্রতীক দিচ্ছে না : নানক
- আপডেট সময় : ০৭:২০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
- / ১৬১৪ বার পড়া হয়েছে
উপজেলা নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্যই আওয়ামী লীগ দলীয় প্রতীক দিচ্ছে না বলে জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য- বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক। আর নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সীমান্তে বিজিবি সদস্য হত্যা একটি বিচ্ছিন্ন ঘটনা। সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
টানা চতুর্থ মেয়াদে আওয়ামী লীগ সরকার গঠনের পর বিভিন্ন দেশের কূটনীতিক প্রতিনিধিরা প্রতিদিন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন। এরই ধারাবাহিকতায় বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবীর নানকের সাথে সাথে সাক্ষাত করেন মিশরের রাষ্ট্রদূত ওমর মহিম এলদিন আহমেদ ফাহমি। পরে মন্ত্রী বলেন বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী মিশর। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। নৌ প্রতিমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের প্রকৃত বন্ধু, এই সরকারের যেকোন পদক্ষেপে তারা পাশে থাকবে।
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। পরিবেশ ও বন উন্নয়নে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যক্রম বৃদ্ধি করবে ইউএনডিপি বলে জানিয়েছেন মন্ত্রী। হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট মনজিল মোরশেদ সারাদেশে পরিবেশ রক্ষায় ঘোষিত ১০০ দিনের কর্মসূচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ অন্তর্ভুক্তকরন করার জন্য আবেদন জমা দেন। মন্ত্রী বলেন, পরিবেশ দূষণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে।
ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কির সাথে বৈঠকের করেন কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ। পরে মন্ত্রী বলেন, এবছর বেশি পরিমাণ আম নিবে রাশিয়া। বোরো মৌসুমে দেশে সারের কোন সংকট হবে না বলে জানান তিনি। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সাথে বৈঠকের পর ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, স্মার্ট বাংলাদেশ গঠনে পাশে থাকার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন।