যাচাই-বাছাই ছাড়া কোনো প্রকল্প পাস না করার নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৬:২২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
- / ১৭৪১ বার পড়া হয়েছে
যাচাই-বাচাই ছাড়া কোনো প্রকল্প পাশ না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনোভাবেই সময়ক্ষেপণ করা যাবে না। দেশের উন্নয়ন পরিকল্পনা ঢেলে সাজাতে ৯ বছর পর অনুষ্ঠিত পরিকল্পনা কমিশনের বৈঠকে এ নির্দেশ দেন তিনি । বিদেশি অর্থে নেয়া প্রকল্পগুলোর দিকে বেশি নজর দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। উন্নয়শীল দেশের মর্যাদা রক্ষার চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বসহকারে কাজ করারও নির্দেশনা দেন শেখ হাসিনা।
দেশের উন্নয়ন পরিকল্পনা ঢেলে সাজাতে দীর্ঘ ৯ বছর পর আগারগাও পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় কমিশনের বৈঠক। এর আগে ২০১৫ সালের ২১ জানুয়ারি পরিকল্পনা কমিশনের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তিন ঘণ্টার মতো চলে এ বৈঠক । বৈঠকে সভাপতিত্ব করেন কমিশন চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনোভাবেই সময়ক্ষেপণ না করাসহ বেশ কিছু অনুশাসন দেন তিনি। উন্নয়শীল দেশের মর্যাদা ধরে রাখার চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। স্মার্ট বাংলাদেশ গড়তে করনীয় বিষয়গুলো মাথায় রেখে সামনে আগানোর কথা জানান শেখ হাসিনা। আগামী ৫ বছরে দেশের মানুষের জন্য যতটুকু সম্ভব কাজ করে যাওয়ার কথাও বলেন সরকার প্রধান।