এক মাস পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিবুর রহমান হিমেল উদ্ধার
- আপডেট সময় : ০৭:২০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
- / ২৩২৬ বার পড়া হয়েছে
এক মাস পর সুনামগঞ্জের তাহিরপুরের ভারত সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিবুর রহমান হিমেলকে। মঙ্গলবার রাতে আগ্নেয়াস্ত্রসহ ৫ অপহরণকারীকে গ্রেপ্তারের পর তাকে উদ্ধার করা হয়। রাজধানীর কাওরানবাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেব মুখপাত্র খন্দকার আল মঈন। তিনি জানান, হিমেলের গাড়িচালকের সহায়তায় পেশাদার অপহরণ চক্র এ ঘটনা ঘটায়।
২৬ ডিসেম্বর রাজধানীর উত্তরা থেকে অপহরণ করা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিমেলকে। এরপর সুনামগঞ্জের তাহিরপুরে অবস্থান নিয়ে মুক্তিপণের দাবিতে করা হয় নির্যাতন। একটি বিদেশি নম্বর ব্যবহার করে হোয়াটস অ্যাপের মাধ্যমে ভিডিও পাঠানো হয় হিমেলের মায়ের কাছে। শুরুতে মুক্তিপণ চাওয়া হয় দুই কোটি টাকা। সবশেষে যা চূড়ান্ত হয় ৩০ লাখ টাকায়। ৬ জানুয়ারি হিমেলের মায়ের করা মামলা তদন্ত শুরু করে আইন-শৃঙ্খলা বাহিনী।
রেবের দাবি, শুরুতে ধরা পড়ে অপহরণ চক্রের দুই সদস্য। তাদের জিজ্ঞাসাবাদে তাহিরপুরের সুন্দরবন গ্রামে হিমেলকে আটকে রাখার তথ্য পাওয়া যায়। দুর্গম ওই এলাকায় অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয় ৩ জনকে। রেব জানায়, অপহরণকারীরা পেশাদার অপরাধী। মূলহোতা মালেকের বিরুদ্ধে রয়েছে ১৪টি অপহরণ মামলা। অপহৃত যুবককে উদ্ধারে দীর্ঘ সময় লাগাকে নিজেদের ব্যর্থতা বলে স্বীকার করেন আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।