ছয় বছর পর মুক্তি পেলো ‘রুখে দাঁড়াও’
- আপডেট সময় : ০৭:৩৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪
- / ২০৩৫ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : প্রায় ছয় বছর পর আজ ১৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কায়েস আরজু ও তানহা তাসনিয়া অভিনীত চলচ্চিত্র ‘রুখে দাঁড়াও’। সামাজিক ঘরানায় নির্মিত চলচ্চিত্রটির কাহিনী আবর্তিত হয়েছে প্রেম ও সংঘাতের অনবদ্য গল্পে। মোহনা মুভিজের ব্যানারে নির্মিত ও দেবাশীষ সরকারের কাহিনী সংলাপ, চিত্রনাট্য ও গীত রচনায় ছবিটি পরিচালনা করেছেন সুকুমার চন্দ্র দাশ।
ছবি প্রসঙ্গে আরজু বলেন, ‘মাটির গল্প, কৃষ্টি-কালচারের গল্প ও আমাদের প্রাত্যহিক জীবনে, পরিবারে ও সমাজে ঘটে যাওয়া গল্পের কারণে সিনেমাটি সব শ্রেণির দর্শকদের ভালো লাগবে। আমি সিনেমাটির সফলতার ব্যাপারে শতভাগ আশাবাদী।’
এ প্রসঙ্গে তানহা তাসনিয়া বলেন, ‘রুখে দাঁড়াও’ হচ্ছে একটি ক্যাম্পাস ভিত্তিক মাদকবিরোধী গল্পের সিনেমা, যেখানে নানা সেন্টিমেন্ট আছে, প্রেম আছে, সংঘাতও আছে। একটি সুন্দর গল্পের কাজ। গত বছর শুটিং শেষ করেছিলাম। অবশেষে মুক্তি পাচ্ছে সিনেমাটি। সিনেমাটির বাজেট যদি আরেকটু বেশি হতো তাহলে আরও ভালো অ্যারেঞ্জমেন্ট নিয়ে কাজটি করা যেত। তারপরেও যতটুকু হয়েছে সেটি দর্শকরা পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।
দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে আসা প্রসঙ্গে তানহা তাসনিয়া বলেন, ‘যে সময়টাতে আমার সর্বশেষ সিনেমা রিলিজ হয়েছিল তখন ইন্ডাস্ট্রিতে সিনেমাও কম হচ্ছিল, এরপর কভিড এলো, দুই বছর চলে গেল। এরপর যদিও বেশ কিছু ভালো ভালো সিনেমা এসেছে যেগুলো দিয়ে ইন্ডাস্ট্রি আবার নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে। মনের মতো গল্প পাচ্ছিলাম না। যেসব গল্পের প্রস্তাব পাচ্ছিলাম সেগুলোতে আমার মন সায় দেয়নি। এরজন্য বলা যায় সিনেমা থেকে একটু বিরতি নিয়েছিলাম। এরপর দুটো সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। একটির শুটিং শেষ করেছি, আরেকটির শুটিং সামনে শুরু করব।’
‘রুখে দাঁড়াও’ সিনেমায় আরজু ও তানহা ছাড়াও আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, আশিক, নাদের চৌধুরী, সুব্রত, গাংগুয়া প্রমুখ।