ঘন কুয়াশায় নষ্ট হচ্ছে মরিচ ক্ষেত
- আপডেট সময় : ১১:২৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
- / ১৬৯৩ বার পড়া হয়েছে
প্রচন্ড ঠান্ডা আর ঘন কুয়াশায় জামালপুরে নষ্ট হচ্ছে মরিচ ক্ষেত। সূর্যের দেখা না মেলায় পচে যাচ্ছে মরিচের ফুল ও পাতা । সার ও রাসায়নিক ওষুধ ব্যবহার করেও মিলাছে না প্রতিকার ।গেল বন্যার ক্ষতি পুষিয়ে নিতে পতিত জমিতে বাড়তি দু’পয়সা ঘরে তোলার আশায় মরিচের আবাদ করে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।
গেল বন্যার ক্ষতি পুষিয়ে নিতে আর বোরোর জন্য বাড়তি দু পয়সা ঘরে তুলতে জামালপুরের ৭ উপজেলায় এবার ৭ হাজার ৫শ’ ৪৫ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব মরিচ বিক্রি হয় অন্য জেলাতেও । তবে প্রচন্ড শীত আর ঘন কুয়াশায় মরিচের ফুল ও পাতায় দেখা দিয়েছে পচন রোগ। কীট নাশক ব্যবহার করেও মিলছে না প্রতিকার ।
স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা বলছেন, ঘনকুয়াশর কারণে প্রথমে মরিচের কিছুটা ক্ষতি হলেও ছত্রাক নাশক ব্যবহারের মাধ্যমে এ রোগ থেকে রক্ষা পাওয়া যায়।
মরিচের পচন রোগ প্রতিকারে কৃষিবিভাগ এগিয়ে আসবে এমনটি প্রত্যাশা কৃষকদের।