শীতকালীন সবজি বাজারে আসলেও নাগালের বাইরে সবজির দাম

- আপডেট সময় : ১১:৩০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
- / ১৮৩৯ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে শীতকালীন সবজি বাজারে আসলেও এখনও নাগালের বাইরে রয়েছে সবজির দাম।
খুচরা বাজারে প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ৫০, বেগুন ৮০ টাকা, কাচামরিচ ৮০, দেশি পিয়াজ ৮০ ও পাতাকপি ও ফুলকপি ৪০ টাকা দরে। অন্যান্য বছরের তুলনায় এবার শীতকালীন সবজির দাম বেশি হওয়ায় হতাশ ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে দাম। জেলার পাইকারী বাজার থেকে হাত বদল হয়ে খুচরা বাজারে আসতেই দ্বিগুন হয়ে যাচ্ছে এসব সবজির দাম।