শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করা হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৩৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
- / ১৬৩০ বার পড়া হয়েছে
শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করা হবে বলে আশা প্রকাশ করেছেন পররষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। দুপুরে মন্ত্রণালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও চীনের রাষ্ট্রদুতের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ আশা প্রকাশ করেন তিনি। এই মুহূর্তে রাখাইনের পরিবেশ প্রত্যাবাসনের জন্য অনুকূল নয় বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। আর চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে কাজ করছে বেইজিং।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এসময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।
পরে চীনের রাষ্ট্রদুত জানান, তিস্তা প্রকল্প বাস্তবায়নে ঢাকার সম্মতি পেলেই কাজ শুরু হবে। রিজার্ভ সংকট ও রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকবে বেইজিং।
এরপর পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। বৈঠক শেষে তিনি বলেন, রাখাইনে চলমান পরিস্থিতি রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য সহায়ক নয়।
সিংক: গোয়েন লুইস, আবাসিক প্রতিনিধি, জাতিসংঘ
পরে গণমাধ্যমে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।তিনি বলেন, চীনের সঙ্গে বাণিজ্যে ভারসাম্য রক্ষার পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাওয়া হয়েছে।
রোহিঙ্গা ইস্যু থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি যেন সরে না যায় সে বিষয়ে জাতিসংঘের প্রতিনিধির সঙ্গে আলোচনার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।
এক প্রশ্নের জবাবে বর্তমান সরকার কোন নির্দিষ্ট দেশের জন্য নয়, জনগণের বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।