তীব্র শীতকে উপেক্ষা করে জমি তৈরি ও বোরো ধানের চারা রোপণে ব্যস্ত চাষিরা
- আপডেট সময় : ১১:৪৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
- / ১৬৭২ বার পড়া হয়েছে
তীব্র শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে জমি তৈরি ও বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন খুলনার চাষিরা। কৃষকদের আশা,আবহাওয়া ভালো থাকলে এবার তারা ভালো ফলন পাবেন। তবে,ধান চাষের উপকরন ও শ্রমিকের মজুরি বৃদ্ধির কারনে উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।
গত বছরের তুলনায় এ বছর বাজারে ধানের দাম কিছুটা বেশি থাকায় খুলনার ইরি-বোরো ধান চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। তবে শ্রমিক,সার,কীটনাশক ও বীজের দাম বৃদ্ধিতে খরচ বেশি হচ্ছে তাদের। গত বছরের তুলনায় চলতি বছর বিঘাপ্রতি ১১-১৪ শতাংশ বাড়তি ব্যয় হচ্ছে।এত খরচ করার পরও ধানের সঠিক মূল্য না পেলে তারা ক্ষতির মুখে পড়ার আশংকা তাদের ।
খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন,বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা চেয়েও ফলন বেশি পাওয়া যাবে বলে আশা করছে কৃষি অধিদপ্তর। তারা বলছেন,সরকারি প্রণোদনা আওতায় ৫০ হাজার কৃষককে এক বিঘার পরিমাণ জমিতে সার বীজ দেওয়া হয়েছে। জেলায় ৪ হাজার ৯ হেক্টর জমিতে বোরো ধানের বীজতলা করা হয়েছে আর ৬৪ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ ধরা হয়েছে।