সিরাজগঞ্জে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
- / ২৪৩৩ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের তাড়াশে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে জেলার তাড়াশ পৌর এলাকার বাড়োয়ারি বটতলা এলাকায় নিহতদের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- বিকাশ সরকার , রানী সরকার ও পারমিতা সরকার তুষি । পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,প্রত্যক্ষদর্শী ও তাড়াশ থানার ওসি নূরে আলম জানান, তাদেরকে গত দুইদিন ধরে না পেয়ে স্বজনরা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বাসায় গিয়ে বাইরে থেকে তালা ঝোলানো দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ তালা ভেঙে ঘরে ঢুকে দেখতে পায় তাদেরকে কুপিয়ে ও জবাই হত্যা করা হয়েছে।
স্বজনদের ধারণা রোববারের রাত থেকে সোমবার দিনের কোনো এক সময়ে ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।