নূর চৌধুরীকে দেশে আনতে কানাডার রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
- / ১৭৩৭ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে
কানাডার রাষ্ট্রদূত লিলি নিকোলাসের সাথে কথা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, সেদেশে মৃত্যুদন্ডের কোন বিধান না থাকায় তারা এমন দন্ডিত কাউকে ফেরত পাঠাতে আগ্রহী নয়।
দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত, কানাডার হাইকমিশনার এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর তিনি একথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ড্যানিশ রাষ্ট্রদূত ব্রিকস মোলার বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে। মিয়ানমারের ইস্যু নিয়েও ডেনমার্ক ও কানাডার রাষ্ট্রদূতের সাথে কথা হয়েছে। উভয় দেশই রোহিঙ্গাদের সসম্মানে ফেরত পাঠানোর ব্যাপারে একমত বলেন জানান ড. হাছান মাহমুদ।