দ্বিতীয় বাকশালী সংসদের কলঙ্কিত যাত্রা শুরু হয়েছে : রুহুল কবির রিজভী
- আপডেট সময় : ০৭:৩১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
- / ১৬৪৯ বার পড়া হয়েছে
পুলিশী বাধার মুখেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবি ও ডামি নির্বাচনের সংসদ ভেঙ্গে নতুন নির্বাচনের দাবিতে জেলা জেলায় কালো পতাকা মিছিল করেছে বিএনপি।
মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলের দাবিতে ময়মনসিংহে মহানগর বিএনপি কালো পতাকা মিছিল নিয়ে নতুনবাজার মোড়ে গেলে বাধা দেয় পুলিশ। পরে মিছিলটি দলীয় কার্যালয়ে ফিরে আসে। এক দফা দাবি আদায়ের লক্ষ্যে নারায়ণগঞ্জে কালো পতাকা মিছিল করেছে বিএনপি। ঝালকাঠির রাজাপুরে বিএনপির কালো পতাকা মিছিল পুলিশি বাধায় পন্ড হয়ে যায়। উপজেলার পশ্চিম চর বাঘড়ী থেকে মিছিল নিয়ে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে উঠতে চাইলে বাধা দেয় পুলিশ। দিনাজপুরের বিরলেও পন্ড হয়ে গেছে বিএনপি’র কালো পতাকা মিছিল। এর আগে উপজেলা পরিষদের সামনে নেতাকর্মীরা জড় হতে চাইলে আগেই সেখানে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ। এতে পন্ড হয়ে যায় কর্মসূচি।
নেতাকর্মীদের মুক্তি ও ডামি নির্বাচনের সংসদ বাতিলের দাবিতে জামালপুরে কালো পতাকা মিছিল করে বিএনপি। এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন। একই দাবিতে সাতক্ষীরায় কালো পতাকা মিছিল করে স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা। পিরোজপুরে কালো পতাকা মিছিলে পুলিশের বাধা দিলে তাৎক্ষণিক পথসভা করে জেলা বিএনপি। ঠাকুরগাঁওয়ে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও স্লোগানে ১ দফা দাবী আদায়ের লক্ষে বিএনপির কালো পতাকা মিছিলেও বাধা দেয় পুলিশ।
পুলিশের বাধায় পতাকা মিছিল করতে পারেনি নাটোর বিএনপিসহ সহযোগি সংগঠনের নেতারা। দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতা-কর্মীরা কালো পতাকা হাতে বের হলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশ বেষ্টনির ভেতরেই সমাবেশ করে তারা। সমাবেশে বক্তারা বলেন, ৭ জানুয়ারীর নির্বাচন দেশের জনগণসহ ঘৃণ্য ভাবে প্রত্যাখান করেছে বিদেশীরাও। ঝিনাইদহে পুলিশের বাধায় পন্ড হয়ে যায় বিএনপির কালো পতাকা মিছিল। এর আগে জেলা বিএনপির কার্যালয় চত্বরে বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দিয়ে কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে মিছিল করতে না পেরে সেখানেই সমাবেশ করে তারা।