ময়মনসিংহ সিটি নির্বাচনে অনিশ্চিত বিএনপি ও জাতীয় পার্টির অংশগ্রহণ
- আপডেট সময় : ০৯:৪৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
- / ১৬৮০ বার পড়া হয়েছে
জাতীয় সংসদ নির্বাচন শেষ হতেই ময়মনসিংহ নগরীতে লেগেছে নতুন ভোটের হাওয়া। আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন। নগর ভবনের হাল ধরার লড়াইয়ে অংশ নিতে দৌড়ঝাঁপ শুরু করেছেন ক্ষমতাসীন দলের নেতারা। বিএনপি ও জাতীয় পার্টির নির্বাচনে আসা অনিশ্চিত থাকলেও, ভোটাররা যোগ্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে রয়েছেন সতর্ক।
ময়মনসিংহ পৌরসভাকে ২০১৮ সালের ২ এপ্রিল দেশের দ্বাদশ সিটি করপোরেশন ঘোষনা করা হয় । আগামী ৯ মার্চ ভোটের দিন ঠিক করে গত ২৪ জানুয়ারী নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। এরপরই দৌড়ঝাঁপ শুরু করেন সম্ভাব্য প্রার্থীরা।
প্রার্থিতা হতে আগ্রহীরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে লাগাচ্ছেন পোষ্টার। করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারনে উন্নয়ণ কাজের ধীর গতি হওয়ায় অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ চান বর্তমান মেয়র। অন্যান্য প্রার্থীরাও দিলেন নির্বাচিত হলে যানজট, জলাবদ্ধতামুক্ত পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি।
বিএনপি ও জাতীয় পার্টির কেন্দ্র থেকে কোন নির্দেশনা না আসায়, ময়মনসিংহ সিটি নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত।
একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থীকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করবেন বলে জানান নগরবাসী।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের পর ২৩ ফেব্রুয়ারি দেয়া হবে প্রতীক বরাদ্দ