অবৈধ অটো আর ব্যাটারী চালিত রিকশার কারণে বরিশাল মহানগরীতে তীব্র যানজট
- আপডেট সময় : ০৯:৪৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
- / ১৭২৮ বার পড়া হয়েছে
অবৈধ হলুদ অটো আর ব্যাটারী চালিত রিকশার কারণে বরিশাল মহানগরীতে দেখা দিয়েছে তীব্র যানজট। রুট-পারমিট ও লাইসেন্স বিহীন এসব যানবাহন কোনো নিয়মনীতির তোয়াক্কা করছে না। নির্দিষ্ট স্টপেজ না থাকায় যত্রতত্র যাত্রী ওঠানামায় নগরীজুড়ে সৃষ্টি হচ্ছে যানজট। ভোগান্তি বেড়েছে স্কুল, কলেজের শিক্ষার্থীসহ সাধারন মানুষের। নস্ট হচ্ছে কর্মঘন্টা। মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ যানজট নিয়ন্ত্রণে হিমশিম খেলেও, পরিস্থিতির উত্তরণে নেই কোন উদ্যোগ।
বরিশাল নগরীতে যানজট নিরসনে বিভিন্ন সময় উদ্যোগ নেয়া হলেও সুফল মেলেনি। গ্যাসচালিত অবৈধ সবুজ, হলুদ অটো, ব্যাটারী চালিত রিকশার ভারে নগরীর প্রাণ যেনো ওষ্ঠাগত। নিয়ম-নীতির তোয়াক্কা না করেই প্রতিদিন বাড়ছে যানবাহন। যার ৬০ ভাগই অবৈধ। নেই রুট-পারমিট। ভাড়াসহ যত্রতত্র পার্কিংয়ের ক্ষেত্রেও চলছে নৈরাজ্য।
দীর্ঘ যানজটে দুর্বিসহ জনজীবন। সবচেয়ে খারাপ অবস্থা সাগরদী নতুল্লাবাদ চৌমাথার।
অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
নগরীর যানজট নিরসনে নতুন মেয়র উদ্যোগী হবেন– এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের।