জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৮টি পেতে যাচ্ছে আ’লীগ
- আপডেট সময় : ০৬:২৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৮টি পেতে যাচ্ছে আওয়ামী লীগ । ১৪ দলীয় শরিকদের জোটবদ্ধ করে ও স্বতন্ত্রদের সমর্থন নিয়ে এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশনে জমা দিয়েছে দলটি । দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই করা জোটবদ্ধ হওয়া সংক্রান্ত চিঠি ইসি সচিবের কাছে জমা দিয়েছে প্রতিনিধি দল। পরে হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য স্বেচ্ছায় আওয়ামীলীগকে সমর্থন দিয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসন বণ্টনের বিষয়ে ১৪ দলীয় শরিকদের জোটবদ্ধ করে ও স্বতন্ত্রদের সমর্থন সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশনে জমা দেয় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল । আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দ্বাদশ সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই করা এ সংক্রান্ত চিঠি ইসি সচিব মো. জাহাংগীর আলমের কাছে হস্তান্তর করেন তারা । পরে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া
হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন জানান, ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ যাকে মনোনয়ন দেবেন তাদের সমর্থন দেবেন। আওয়ামী লীগ ৩৮টি আসন বরাদ্দ পেত। স্বতন্ত্রদের ১০টি আসন নিয়ে এখন আওয়ামী লীগের জন্য বরাদ্দ থাকছে ৪৮টি। বাকি দুটি থাকছে জাতীয় পার্টি। এসময় সংরক্ষিত নারী আসনে আওয়ামীলীগ কাদের অগ্রাধিকার দিবেন সে বিষয়টিও খোলাসা করেন হুইপ। দ্বাদশ সংসদে আওয়ামী লীগ ২২৩, ১৪ দলীয় শরিক জাসদ ১ ও ওয়ার্কার্স পার্টি ১, স্বতন্ত্র ৬২। কল্যাণ পার্টি ১টি আসন পেয়েছে। আর জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন ।