২০ বছর আগে পুলিশ দেখলে ভয় পেতো, এখন পুলিশ মানুষের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৫১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৮৬ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২০ বছর আগে পুলিশ দেখলে জনগণ ভয় পেতো, এখন পুলিশ মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। আর পুলিশ মহাপরিদর্শক বলেন, থানাকে মানুষের নির্ভরতার প্রতীক হিসেবে দেখতে চাই। ঢাকাকে ২৪ ঘন্টাই নিরাপদ করার অঙ্গীকার করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। অনুষ্ঠানে ডিএমপির সাথে সমন্বয় করে ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানান ঢাকার দুই মেয়র ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম।
বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠা দিবসে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানমালার। বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা দিবসের আনুষ্ঠানিক শুরু করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। পরে অতিথিদের নিয়ে তিনি কেক কেটে উদ্বোধন ঘোষণা করেন। স্বাগত বক্তব্যে নগরবাসীর জন্য নিরাপদ ও যানজটমুক্ত স্মার্ট ঢাকা মহানগরী গড়ার প্রত্যয় জানান ডিএমপি কমিশনার। বিশেষ অতিথি পুলিশের আইজি বলেন, আড়াই কোটি মানুষের শহরে অপরাধ নিয়ন্ত্রণ কঠিন হলেও, ডিএমপি পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে।
নগরীর যানজটের চিত্র তুলে ধরে, তা নিরসনে সমন্বিতভাবে কাজ করার পরিকল্পনার কথা জানান ঢাকার দুই সিটি মেয়র। প্রধান অতিথির বক্তব্যে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের আস্থা অর্জন করেছে ডিএমপি। পুলিশ এখন জনগণের। পুলিশকে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।