ফুলরাজ্য খ্যাত যশোরের গদখালিতে জমে উঠেছে ফুল উৎসব
- আপডেট সময় : ০৪:৪৮:০২ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭০১ বার পড়া হয়েছে
ফুলরাজ্য খ্যাত যশোরের গদখালিতে জমে উঠেছে ফুল উৎসব। ফুলের বাহারি রঙ-রূপ আর মনভোলানো সুগন্ধে ফুলপ্রেমীরা ছুটছেন ফুলের সাম্রাজ্যে। ভালো বেচাকেনা, অসংখ্য দর্শনার্থী আর পর্যটকদের উপস্থিতিতে ফুলচাষীদের চোখে মুখে এগিয়ে যাওয়ার স্বপ্ন।
১৯৮২ সালে কৃষক শের আলীর হাতে দেশে প্রথম বাণিজ্যিক ফুল চাষ শুরু হয় যশোরের ঝিকরগাছার গদখালিতে। তার সাফল্যে দেখে উপজেলার প্রায় ৬ হাজার কৃষক স্বপ্ন বোনেন ফুল চাষে। দেশে ফুলের চাহিদার ৭০ ভাগ সরবরাহকারী গদখালিতে গত বছর প্রথমবার আয়োজন করা ৩দিনের ফুল মেলা।
ভালো সাড়া মেলায় ৩১ জানুয়ারি দ্বিতীয়বার গদখালিতে বসেছে ৪ দিনের ফুল উৎসব। প্রথমদিনের চেয়ে গতকাল ও আজ সরকারি ছুটি থাকায় ফুলপ্রেমীদের উপচেপড়া ভিড় জমে উৎসবে। রঙ-বেরঙের ফুলের পসরায় মুগ্ধ আগতরা।
চাষীরা নিজেদের উৎপাদিত ১২ রকম ফুল নিয়ে ৩ শতাধিক স্টল সাজিয়েছেন ফুল উৎসবে। ভালো বেচাকেনা আর ফুলের টানে অসংখ্য মানুষের আগমনে খুশি তারা। ভক্সপপ-৪ ও ৫ : ফুল চাষী ও স্টল মালিক
বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি এ উৎসবের মাধ্যমে ফুলচাষীদের স্বার্থ রক্ষায় বিদেশ থেকে প্লাস্টিক ফুল আমদানি বন্ধের দাবি জানিয়েছে। একই সাথে সরকারি সব অনুষ্ঠান প্লাষ্টিকের ফুলের পরিবর্তে কৃষকের উৎপাদিত ফুল দিয়ে অনুষ্ঠান আয়োজনের দাবিও জানানো হয়।
আগামীতে উৎসবের মেয়াদ আরো বাড়িয়ে ৭ থেকে ১৫ দিন করার কথা জানান জেলা প্রশাসক।
৩১ জানুয়ারি শুরু হওয়া এ ফুল উৎসব শেষ হবে আজ।