বেনাপোল স্থলবন্দরে ৪টি স্ক্যানিং মেশিনের মধ্যে ৩টি চার মাস ধরে নষ্ট

- আপডেট সময় : ০১:১৮:২১ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৮৫৬ বার পড়া হয়েছে
দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে ব্যবহৃত ৪টি স্ক্যানিং মেশিনের মধ্যে ৩টিই চার মাস ধরে নষ্ট। এর মধ্যে ৫ কোটি টাকার কন্টেইনার মোবাইল স্ক্যানিং মেশিন ও রয়েছে। যেটা বন্দরের প্রবেশ মুখে স্থাপন করা হয়েছে।ফলে আমদানিকৃত পণ্যের ট্রাকের মধ্যে আমদানি নিষিদ্ধ পন্য আছ কিনা সেটি ধরা সম্ভব হচ্ছে না।
ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য ও যাত্রী যাতায়াত নিরাপদ করতে স্ক্যানারগুলো বসানো হয়েছিল। এগুলো নষ্ট থাকায় বাড়ছে স্বর্ণ চোরাচালানসহ নানা অনিয়ম। এপারের দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে কাস্টমস ও বন্দর পেরিয়ে স্বর্ণসহ বিভিন্ন অবৈধ পণ্য আটক হচ্ছে ভারতের পেট্রাপোলে । সংশ্লিষ্টরা জানিয়েছেন চীনা সরকার ২০২০ সালের এপ্রিল মাসে বেনাপোলে ৫ কোটি টাকা ব্যায়ে এই কন্টেইনার স্কেনিং মেশিনটি স্থাপন করে। স্থাপনের পর একজন চীনা ইঞ্জিনিয়ার ৩ মাস ধরে কাস্টমস অফিসারদেও প্রশিক্ষন দেন। বেশ কিছু দিন চলার পর গত ২০২৩ সালের নভেম্বর মাসে এটি নস্ট হয়ে যায়। তারপর থেকে মেশিনটি কার্যকর করার জন্য কাস্টমস কর্তৃপক্ষ একটি এনবিআরের চিঠি দিয়েছেন উদ্যোগ গ্রহন করার জন্য ।