সাতক্ষীরার ২ কোটি টাকার এলএসডি মাদকসহ এক যুবক আটক

- আপডেট সময় : ০১:১২:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৮৪৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকা থেকে প্রায় ২ কোটি টাকা মুল্যের এলএসডি মাদকসহ কুদ্দুস আলী নামের এক যুবককে আটক করেছে বিজিবির সদস্যরা।
কাকডাঙ্গা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, গতকাল বিকেলে ভারত থেকে বাংলাদেশে মাদক আসছে, এমন সংবাদে কাকডাঙ্গা এলাকায় বিজিবি’র বিওপি কমান্ডার নায়েব সুবেদান আবু তাহের অবস্থান নেয়। এসময় বাইসাইকেলে আসা কুদ্দুস আলীকে আটক করে দেহ তল্লাশি চালায় বিজিবি সদস্যরা। পরে কুদ্দুস আলীর পকেট থেকে ৩ বোতল এলএসডি মাদক ও ২ বোতল মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের মুল্য প্রায় ২ কোটি টাকা। আটককৃত আসামীকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।