সংরক্ষিত নারী আসনে দ্বিতীয় দিনে ৫শ ২২টি মনোনয়ন সংগ্রহ আ’লীগের
- আপডেট সময় : ০৬:৩৫:১৬ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৯৫ বার পড়া হয়েছে
সংরক্ষিত নারী আসনের জন্য বিক্রির দ্বিতীয় দিনে ৫শ ২২টি মনোনয়ন সংগ্রহ করেছে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। সকাল ১০টা থেকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নির্দিষ্ট বুথ থেকে এ মনোনয়ন সংগ্রহ করেন তারা। এসময় তৃণমূল রাজনীতির সাথে নিজেদের সম্পৃক্ততা আর দলের দুর্দিনে রাজপথে সোচ্চার থাকার কথা তুলে ধরে, স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কাজ করার সুযোগ চান মনোনয়ন প্রত্যাশীরা।
মনোনয়ন সংগ্রহ ও জমাদানের দ্বিতীয় দিনে বেলা গড়ানোর সাথে সাথে পদচারণায় মুখর হয়ে ওঠে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। কার্যালয়ে সারিবদ্ধ লাইন ধরে প্রবেশ আর দেশের ৮টি বিভাগের জন্য আলাদাভাবে নির্ধারিত বুথ থেকে মনোনয়ন সংগ্রহ ও জমা দেন মনোনয়ন প্রত্যাশীরা।
আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক উন্নয়নে কাজ করার পাশাপাশি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয় জানান তারা। মনোনয়ন দেয়ার ব্যাপারে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চুড়ান্ত। তাই মনোনয়ন না পেলেও দলের হয়ে কাজ করার কথা জানান অনেকে। দ্বিতীয় দিনে ৫শ ২২টিসহ দু’দিনে মোট মনোনয়ন বিক্রি হয়েছে ১হাজার ৩শ ৩২টি। আর দ্বিতীয় দিনে ২কোটি ৬১টি লাখসহ মনোনয়ন বিক্রি থেকে মোট আয় হয়েছে ৬কোটি ৬৬ লাখ টাকা।