দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার আ’লীগ সরকার গলাটিপে হত্যা করেছে : সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
- আপডেট সময় : ০৬:৪২:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬২২ বার পড়া হয়েছে
দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার আওয়ামী লীগ সরকার গলাটিপে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এখন ভোটের অধিকার আর ভাতের অধিকার নয়, স্বাধীনতা রক্ষার আন্দোলন করতে হবে। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইসলামী আন্দোলনের গোলটেবিল বৈঠকে এ সব কথা বলেন তারা।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোলটেবিল বৈঠকের আয়োজন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা । এতে বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব ভারতের কাছে জিম্মি করে রেখেছে আওয়ামী লীগ সরকার । আওয়ামী লীগ সরকারের মাধ্যমে ভারত বাংলাদেশকে ব্যবহার করছে বলে মন্তব্য করেন তারা।
৭ জানুয়ারি নির্বাচন নিয়ে কড়া সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আওয়ামী লীগ সরকার নোংরামির চূড়ান্ত স্তরে নিয়ে রাজনীতিকে দূষিত ও বিষাক্ত করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির। সকল রাজনৈতিক দলকে একত্রে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার আহ্বান জানান ইসলামী আন্দোলনের আমীর।