শুল্ক ছাড়েও সুখবর নেই নিত্যপণ্যের দামে
- আপডেট সময় : ০৬:৩৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৪০ বার পড়া হয়েছে
শুল্ক ছাড়েও সুখবর নেই নিত্যপণ্যের দামে। সপ্তাহ ব্যবধানে আবারও চড়া রাজধানীর নিত্যপণ্যের বাজার। দাম বেড়েছে শাক-সবজি ও মাছ-মাংসসহ প্রায় সব ধরনের পণ্যেরই। ক্রেতা-বিক্রেতারা বলছেন, অস্থির বাজার নিয়ন্ত্রণে শুধু আমদানি শুল্ক কমালেই চলবে না, এর পাশাপাশি জোরদার করতে হবে তদারকি।
আলু-মরিচ বাদে দাম বেড়েছে প্রায় সব রকম শাক-সবজির। কেজিতে বৃদ্ধি পেয়েছে ৫-১৫ টাকা পর্যন্ত। বিক্রেতারা জানান, পাইকারিতে দাম বাড়ায় প্রভাব পড়েছে খুচরা বাজারে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি সরবরাহ স্বাভাবিক রাখতে চাল, চিনি, ভোজ্যতেল ও খেজুরের ওপর আমদানি শুল্ক কমিয়েছে সরকার। কিন্তু এর প্রভাব পড়েনি বাজারে। বাজার ঘুরে দেখা যায়, কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়ে ছোলা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকা কেজিতে । ছোলার পাশাপাশি বেড়েছে ডালের দামও। গত এক মাসে এসব পণ্যের দাম ১০-৩০ টাকা বেড়েছে। এদিকে সপ্তাহ ব্যবধানে আবারও দাম বেড়েছে পেঁয়াজের। প্রতি কেজিতে ২০ থেকে ২৫ টাকা বেড়ে মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। তবে বাজারে দেখা নেই পুরাতন দেশি ও ভারতীয় পেঁয়াজের। এছাড়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকা কেজিতে, আর সোনালি মুরগি ৩২০ টাকা কেজি। উচ্চমূল্যে স্থিতিশীল মাংস ও মাছের বাজার।