রমজানের চাহিদা বিবেচনায় কয়েকটি পণ্যের আমদানি শুল্ক কমানো হয়েছে : ভোক্তা ডিজি
- আপডেট সময় : ০৬:৪১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৩৩ বার পড়া হয়েছে
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে সরকার কাজ করছে জানিয়ে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বলেছেন, রমজানের চাহিদা বিবেচনায় কয়েকটি পণ্যের আমদানি শুল্ক কমানো হয়েছে। ভোক্তা পর্যায়ে সুফল পেতে কিছুটা সময় লাগবে। তিনি বলেন, বাণিজ্য কূটনীতির কারণে বাংলাদেশ, শ্রীলংকা কিংবা ভেনিজুয়েলা হবে না। আর ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাজার সিন্ডিকেট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি উসকে দিচ্ছে। রাজধানীতে ছায়া সংসদ বিতর্কে তারা এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সবচেয়ে বড় ভুক্তভোগী নিম্ন ও মধ্যবিত্তরা। এ নিয়ে জনমনে নাভিশ্বাস উঠেছে।
এমন বাস্তবতায় রাজধানীর এফডিসিতে ‘দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ’ শীর্ষক ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। বিতর্কে সরকারি দল হিসেবে প্রাইম ইউনিভার্সিটি আর বিরোধী দল চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। সভাপতির বক্তব্য ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরন বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সবার জীবনকে দুর্বিসহ করে তুলেছে। অতিরিক্ত মুনাফা লাভের জন্য কর্পোরেট প্রতিষ্ঠান পুরো বাজার নিয়ন্ত্রণ করছে। সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে কাজ করে যাচ্ছে মন্তব্য করে ভোক্তা অধিকারের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বলেন, গৃহীত পদক্ষেপের সুফল পেতে সময় লাগবে। তিনি দাবি করেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোনো চাপে নেই। ছায়া সংসদ বিতর্কে বিজয়ী হয় প্রাইম ইউনিভার্সিটির বিতার্কিকরা। বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন অতিথিরা।