বিএনপি ক্ষমতায় গেলে সাগর-রুনি হত্যার সুষ্ঠু বিচার করা হবে : রিজভী
- আপডেট সময় : ০২:৫৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৬২ বার পড়া হয়েছে
বিএনপি ক্ষমতায় গেলে সাগর-রুনি হত্যা মামলার সুষ্ঠু বিচার করা হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের এক যুগ পার হলেও তদন্ত শেষ করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। বারবার সরকারের মন্ত্রীদের পক্ষ থেকে আশ্বাস দেয়া হলেও সুফল মেলেনি। ১০৫ বার তদন্ত রিপোর্ট দাখিলের সময় পরিবর্তন হয়েছে। নানা আলামত সংগ্রহ করা হলেও তদন্তের সুরাহা হয়নি। বিদ্যুৎ খাতসহ সরকারের দুর্নীতি আড়াল করতেই সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত শেষ হচ্ছে না। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, গত ১৫ বছরে সাংবাদিক নির্যাতনের ঘটনার সাথে ক্ষমতাসীনদের সংশ্লিষ্টতা পাওয়া যায়। সাগর-রুনি হত্যার বিচার দাবি করে তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার গঠন হলে, এ হত্যাকাণ্ডের বিচার করা হবে।