বাংলাদেশ এখন যেকোন পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৬:০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ এখন যে কোন পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। বলেন, জনগণের মাঝে আস্থা ও আত্মবিশ্বাস তৈরীতে সক্ষম হয়েছে সরকার এবং সে কারণেই অপ্রতিরোধ্য গতিতে এগোবে আগামীর বাংলাদেশ। যেকোন অশুভ তৎপরতা প্রতিরোধে সাহসিকতার সঙ্গে কাজ করার আহ্বানও জানান শেখ হাসিনা। একই সঙ্গে অগ্নিসন্ত্রাসসহ জাতীয় প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় আনসার সদস্যদের ধন্যবাদ ও অভিনন্দন জানান শেখ হাসিনা।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশ।
গাজীপুরের সফিপুরে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সঙ্গে নিয়ে হুড খোলা জীপে প্যারেড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
সাহসিকতার সঙ্গে দায়িত্বপালন করায় বিভিন্ন ক্যাটাগরিতে ১৮০ জনকে পুরস্কৃত করেন সরকার প্রধান।
বক্তব্যে প্রাকৃতিক দুর্যোগসহ জাতীয় প্রয়োজনে আনসার ও ভিডিপি সদস্যের ভূমিকার প্রশংসা করেন শেখ হাসিনা।
অগ্নি সন্ত্রাসের মত মানব সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সাহসিকতার সঙ্গে কাজ করায় অভিনন্দন জানান তিনি।
জনগণের মাঝে আত্মবিশ্বাস তৈরীকে সরকারে বড় অর্জন বলেও মন্তব্য করেন সরকার প্রধান।
সব প্রতিকূলতা জয় করে বাংলাদেশ তার লক্ষ্যে এগিয়ে যাবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।