রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রিকশা মিছিল

- আপডেট সময় : ০৫:৩৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামে রমজান মাসে দ্রব্য মুল্যের উর্ধগতির প্রতিবাদ রিক্সা মিছিল করেছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব।
সকালে নগরীর বহদ্দারহাট থেকে মিছিলটি শুরু হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ভোক্তা অধিকার কর্মীরা। তাদের দাবি প্রশাসনের ওপর সিন্ডিকেটের প্রভাবের কারনেই নিত্য পণ্যের বাজার দিন দিন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। উৎসব পার্বনকে ঘিরে বাজার কারসাজি করা চক্র আরো বেশি সক্রিয় হচ্ছে। এ কারনেই সব ধরনের পণ্যের দাম রাতারাতি বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থা অব্যহত থাকলে রমজানে আরো বেশি অস্থির পরিস্থিতি তৈরি হবে যার দায় সরকারও এড়াতে পারবে না। আর তাই এখন থেকেই পাইকারি ও খুচরা পর্যায়ে কার্যকর মনিটরিং ব্যাবস্থা জোরদার করতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তারা। পরে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।