বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে পর্যটকের পদচারণায় মুখর সমুদ্র সৈকত কক্সবাজার
- আপডেট সময় : ১০:৫৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৮৮ বার পড়া হয়েছে
বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে পর্যটকের পদচারণায় মুখর সমুদ্র সৈকত কক্সবাজার। কানায় কানায় পুর্ণ ৫ শতাধিক হোটেল-মোটেল গেস্ট হাউস। তবে সুযোগ বুঝে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অন্যদিকে অভিযোগের সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানায় জেলা প্রশাসন। একই সাথে সব ধরণের দুর্ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ।
ভালবাসা মানে অন্তর গহীনে গোলাপ ফুটানো দিন, ভালবাসা মানে দুঃখ-সুখে জীবনের পথচলা সীমাহীন।
তাইতো প্রতি বছরের ন্যায় ১৪ ফেব্রুয়ারি তারিখটি দরজায় এসে কড়া নাড়লেই উৎসবে মাতুয়ারা হয়ে পড়ে নতুন প্রজন্মের তরুণ-তরুণীরা। সমুদ্র বালিয়াড়িতেই সম্মিলন ঘটায় সব বয়সের ভালবাসাবাসি মানুষগুলো।
সাগর জলে গা ভেজানো, সৈকতে কল্পনার আলপনা আঁকা এবং সুর্যাস্ত দেখাসহ প্রাকৃতিক সব সৌন্দর্য্যকে উপভোগ করতে কক্সবাজারে ছুটে আসেন পর্যটকরা।
অন্যদিকে আবাসিক হোটেল, রোস্তোঁরা এবং পরিবহনগুলোর বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ তুলেছেন বেশিরভাগ পর্যটক। যদিও এসব অভিযোগ অস্বীকার করেন হোটেল মালিকরা।
এদিকে সব ধরনের হয়রানী রোধে সতর্ক দৃষ্টি রাখছে জেলা প্রশাসন।
ভ্রমনে আসা পর্যটকরা যাতে সুন্দরভাবে বিনোদন উপভোগ করতে পারেন সে জন্য নিরাপত্তা জোরদার করেছে ট্যুরিস্ট পুলিশ।
ভালবাসা দিবস এবং একুশে ফেব্রুয়ারিকে ঘিরে এবারই প্রথম সবচেয়ে বেশী পর্যটকের আগমন ঘটেছে দেশের প্রধান এই বিনোদন কেন্দ্রে।