দু’দিনের সফরে জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে দু’দিনের সফরে জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দ্বাদশ জাতীয় নির্বাচনে সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। সব আনুষ্ঠানিকতা শেষে ১৯ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে তার। জানা গেছে, সম্মেলনে প্রধানমন্ত্রী জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থা তুলে ধরবেন। জলবায়ু পরিবর্তন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা রয়েছে। তাছাড়া কনফারেন্সের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড.হাছান মাহমুদ। যেখানে গুরুত্ব পাবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধের বিষয়।