মৌ চাষে সরিষার ফলন বাড়ে ১৫-২০ ভাগ
- আপডেট সময় : ১১:২৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৫১ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে সরিষার আবাদ বেড়েছে। কৃষি বিভাগের ‘তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প’র মাধ্যমে যেন আলোর মুখ দেখছেন চাষীরা। জেলার কৃষি বিভাগ বলছে, প্রকল্প সফলতায় দেশের ভোজ্য তেলের আমদানি নির্ভরতা অনেকাংশে কমবে আসবে ।
গত বছরের তুলনায় এ বছর প্রায় ০৪ হাজার হেক্টর জমিতে বেড়েছে সরিষার আবাদ। মাঠজুড়ে হলুদের সমারোহ আর মৌমাছিদের গুন গুন আওয়াজে এখন মুগ্ধতা ছড়ায় সরিষার ক্ষেত। জেলার বিভিন্ন স্থানে সরিষার ক্ষেত দেখে যে কারও মন আনন্দে মাতাবে অনায়েশে। এবছর অতিমাত্রায় শীতে খরচ কিছুটা বাড়লেও ফসলের দাম পাবেন বলে আশা করছেন কৃষকরা। এক একর জমিতে সরিষা আবাদে তাদের খরচ হয়েছে জমিভেদে প্রায় ২২ থেকে ২৫ হাজার টাকা।
দিনাজপুর বিসিক অফিস থেকে মৌচাষের প্রশিক্ষণ পাই উদ্যোক্তারা। মৌচাষে ১৫ থেকে ২০ ভাগ সরিষার ফলন বেড়ে যায়।
মৌচাষে সরিষার পরাগায়ণ ভালো হয় এতে ফলন ১৫ থেকে ২০ ভাগ বেড়ে যায়। খাঁটি মধুর পাওয়ায় বাড়ছে কর্মসংস্থানও।
বাজার দরে সিন্ডিকেটের হাত থেকে কৃষকদের বাঁচাতে কর্তৃপক্ষের সহযোগীতা চেয়েছেন চাষীরা।
সরিষার আবাদ প্রকল্প বাস্তবায়নে মাধ্যমে কর্তৃপক্ষ দেশে ভোজ্য তেলের আমদানী নির্ভরতা কমবে প্রত্যাশা সবার।
সরিষার আবাদ প্রকল্প বাস্তবায়নে মাধ্যমে কর্তৃপক্ষ দেশে ভোজ্য তেলের আমদানী নির্ভরতা কমবে প্রত্যাশা সবার।