খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক-সংকটে ভোগান্তি রোগীদের
- আপডেট সময় : ১১:২০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৯৫৯ বার পড়া হয়েছে
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক-সংকটে ভোগান্তি বাড়ছে রোগীদের। ৫শ’ শয্যার এই হাসপাতালে ২৮৮টি পদে চিকিৎসক থাকার কথা থাকলেও, ৮১টি পদই এখন ফাঁকা। অথচ হাসপাতালে অনুমোদিত ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণের বেশি রোগী ভর্তি হচ্ছেন।
হাসপাতাল সূত্র জানায়, এখানে প্রতিদিন গড়ে ভর্তি থাকেন প্রায় ১২শ’ রোগী, যা ধারণক্ষমতার আড়াই গুণ। অন্যদিকে হাসপাতালে ৫শ’ রোগীর বিপরীতে চিকিৎসকের পদ ২৮৮টি। কিন্তু বর্তমানে রয়েছেন ২শ’র মতো চিকিৎসক। কর্তৃপক্ষ বলছে, রোগীর তুলনায় শিগগিরই চিকিৎসকের সংখ্যা না বাড়ালে অদূর ভবিষ্যতে হাসপাতালের চিকিৎসা-ব্যবস্থা ভেঙ্গে পড়বে। ১৯৮৯ সালের ১৭ জানুয়ারি ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা হাসপাতালকে ১৯৯২ সালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তর করা হয়। রোগীর চাপের কারণে ২০০৮ সালে হাসপাতালটিকে ৫শ’ শয্যায় উন্নীত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। বর্তমানে সেখানে ১৬টি বিভাগের আওতাধীন ৩১ ওয়ার্ডে রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালকে কেন্দ্র করে এর আশপাশে গড়ে উঠেছে শতাধিক বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। স্থানীয়দের অভিযোগ, নিয়মনীতির তোয়াক্কা না করেই দালালদের মাধ্যমে রোগীদের প্রলোভন দেখিয়ে এসব প্রতিষ্ঠানে চলছে চিকিৎসা বাণিজ্য।