বাংলাদেশের নির্বাচনের উপর মানুষের আস্থা নেই : ড. মঈন খান
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৮৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের নির্বাচনের উপর মানুষের আস্থা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। তিনি বলেন, এ সরকার পুরো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।
জাতীয়তাবাদী তাঁতীদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজার জিয়ারতকালে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগ সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না জানিয়ে ড. মঈন বলেন ৭ই জানুয়ারির নির্বাচনে ভোটাররা ভোটকেন্দ্রে যায়নি। এ অবৈধ সরকার নতুন করে ক্ষমতায় এসে বিরোধী দলকে নিষিদ্ধের মাধ্যমে নিঃশ্বেষ করে দিতে চাচ্ছে বলেও অভিযোগ করেন ড. মঈন। বলেন, আওয়ামী লীগ সরকার দ্বিতীয় বাকশাল কায়েম করতে চাইছে। সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ার আহ্বান জানান।