ভারত থেকে দেড় লাখ টন চিনি-পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত
- আপডেট সময় : ০৮:৫৯:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৯৪৬ বার পড়া হয়েছে
রোজার আগেই ভারত থেকে এক লাখ টন চিনি ও ৫০ হাজার টন পেঁয়াজ আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের একথা বলেন তিনি । বাণিজ্য প্রতিমন্ত্রী জানান রমজান সামনে রেখে ২০ ফেব্রুয়ারি ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দেয়া হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরবরাহ স্বাভাবিক রাখতে চাল, চিনি, ভোজ্যতেল ও খেজুরের ওপর থেকে আমদানি শুল্ক কমানো হয়েছে।
সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সাথে কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, পণ্য পরিবহনে প্রয়োজনে ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে।
আমদানি শুল্ক কমায় আগামী সপ্তাহের মধ্যে দেশের বাজারে ভোজ্যতেল ও চিনির নতুন দাম নির্ধারণ করা হবে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী।
তিনি বলেন, আসন্ন রমজানে কোনো পণ্যের ঘাটতি হবে না। মাসখানেক যে চেষ্টা চলছে, রমজান শুরু হওয়ার আগেই সেটার বাস্তবায়ন হবে।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে স্বাভাবিক আইন প্রয়োগ করেই বাজার মনিটরিং জোরদার করা হবে। প্রয়োজন হলে জরুরি আইন প্রয়োগ করা হবে বলেও জানান আহসানুল ইসলাম টিটু।